বরিশাল বিভাগসারাদেশ

লেবুখালী সেতুটি শহীদ আলাউদ্দিন সেতু নাম করনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীতে নবনির্মিত সেতুটি শহীদ
আলাউদ্দিন সেতু নামকরনের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে শহীদ আলাউদ্দিন স্মৃতি
সংসদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এস,এম আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকার অগ্রনী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মো.শফিকুল ইসলাম বাবুল, সংবাদকর্মী  মো.কাউয়ুম উদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী খেপুপাড়া শাখার সদস্য শিক্ষক অমল চন্দ্র কর্মকার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের অধিবাসী শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী গনঅদ্ভ্যুত্থানে বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবানে এক বিক্ষোভ মিছিলে অংশ নিলে তৎকালীন ইষ্ট পাকিস্থান রাইফেলের গুলিতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন এলাকায় শহীদ হন । এসময় আলাউদ্দিন বরিশালের এ,কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল । বর্তমানে বরিশাল-পটুয়াখালী সড়কের লেবুখালীতে নব-নির্মিত সেতুটি শহীদ আলাউদ্দিনের নামে নামকরনের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বক্তারা । অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত স্মারক লিপি পাঠ করেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক আতাজুল ইসলাম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button