সারাদেশ

শীতের আগাম বার্তা বইতে শুরু করেছে জয়পুরহাটে

ষড়ঋতুর মালা বদল খেলায় এবার পালা এসেছে হেমন্তের। চতুর্থ এ ঋতুর আগমন বলে দেয় শীত ঋতু আসতে চলেছে। শীতের সূচনা নিয়ে আসে হেমন্ত। হেমন্তের স্বচ্ছ আকাশ আর হিমেল বাতাস যেন শীতের পূর্বাভাস। ইট কাঠের এই শহরে শীত না নামলেও চলে এসেছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটে।

এবার আগাম শীতের বার্তা বইতে শুরু করেছে জয়পুরহাটে। দীর্ঘদিনের গরমের কাপড় ছেড়ে এবার শীতের পোশাক বের করতে শুরু করছে গ্রাম ও শহরে বসবাসরত মানুষেরা। তবে শীতকে নিয়ে আবার অনেক আসার স্বপ্ন দেখছেন কৃষকরা।

জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের কৃষক আজগর আলী বলেন, ‘আমাদের এ এলাকায় শীতের জানান দিচ্ছে। সেই সঙ্গে গত কয়েকদিন আগে টানা কদিন বৃষ্টির কারণে এ শীতের প্রভাবটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে।’

সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, সকাল-সন্ধ্যা শীতের কাপড় ব্যবহার করতে শুরু করেছি। মূলত শীতের আমেজটা সকাল আর সন্ধ্যায় বেশি বোঝা যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আখতারুজ্জামান বলছেন, শীতের প্রভাবটা নভেম্বরের দিকেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button