রাজশাহী বিভাগ

নওগাঁয় টিএমএসএস কর্তৃক পরিচালিত মৌলিক সাক্ষরতা কার্যক্রমের উদ্বোধন

গতকাল টিএমএসএস কর্তৃক পরিচালিত মৌলিক সাক্ষরতা প্রকল্প নওগাঁর রাণীনগর ও সাপাহার উপজেলায় ৬০০টি শিখন কেন্দ্রে বয়স্ক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলার খট্টেশ্বর রাণীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের শিখন কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, টিএমএসএস’র পরিচালক (কার্যক্রম-২) মোঃ আব্দুস সালাম সহ উপজেলা প্রোগ্রাম অফিসার, সহকারী থানা শিক্ষা অফিসার-নওগাঁ, শাখা ম্যানেজার, প্রকল্প ম্যানেজার, প্রধান শিক্ষক, ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে ৩৬০০০ জন পড়–য়া মৌলিক শিক্ষা অর্জন করবে। দেশের ৬৪ জেলায় এই কার্যক্রম চলবে। ১৫ থেকে ৪৫ বছর বয়স্করা এই কার্যক্রমের আওতায় শিক্ষা গ্রহণ করে দৈনন্দিন কার্যক্রমের ব্যবহৃত হিসাব নিকাশ, মুদি দোকান চালানো, ব্যবসায়িক লেনদেন, দৈনিক পত্রিকা পড়তে পারবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button