জাতীয়

করোনাভাইরাস: ঢামেকে সাত বেডের আইসোলেশন ইউনিট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত বেডের ‘আইসোলেশন ইউনিট’ খোলা হয়েছে। হাসপাতালের ইউনিট ২-এর নিচতলার জরুরি বিভাগে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জামও রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘গত ৩০ জানুয়ারি কারোনাভাইরাস মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে আলাদা ইউনিট চালু হয়েছে। ঢাকা মেডিকেলের হাসপাতালের ইউনিট ২-এর নিচতলায় সাতটি বেড প্রস্তুত রাখা হয়েছে। আমরা ১২জনকে একসঙ্গে চিকিৎসা দিতে পারব।’

তিনি জানান, নার্স-চিকিৎসক, স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জামসহ সব ধরনের প্রস্তুতিই তারা নিয়ে রেখেছেন।

গত ২৬ জানুয়ারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা স্বাক্ষরিত এক পত্রে দেশের সব বিভাগীয় ও জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। হাসপাতালগুলোতে কমপক্ষে ৫ শয্যার আইসোলেশন ইউনিট চালু করার কথা বলা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button