জাতীয়

বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস

চাইনিজ গ্রেট ওয়াল ব্র্যান্ডের একটি হাভাল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। কাস্টমস গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে এই অভিযান চালায়।

মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম নিউজবাংলাদেশকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সহিদুল ইসলাম বলেন, গত সোমবার চট্টগ্রামের আন্দরকিল্লার চেরাগী পাহাড় মোড়ের ইকুয়িটি সেন্ট্রাল নামক এপার্টমেন্ট ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়। এর রেজিস্ট্রেশন নাম্বার চট্ট মেট্রো ঘ ১১-০৯০০। গাড়িটির ব্যবহারকারী এম, এ, মতিন নামের এক ব্যবসায়ী।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গাড়িটির শ্যাসি নাম্বার অনুযায়ী চাইনিজ গ্রেট ওয়াল কোম্পানির হাভাল এইচ৩ ৪×৪, হলেও এর রেজিস্ট্রেশন হয়েছে হার্ড জিপ টয়োটা এম কর্প ২০০৭ হিসেবে। পাঁচ সিলিন্ডার বিশিষ্ট ২৩৫১ সিসির এ গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ২০১২ সালে।

গাড়িটি আমদানির ক্ষেত্রে অর্ধ কোটি টাকা পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button