ধর্ম

লাইলাতুল কদরের প্রথম রাত নিয়ে যা বললেন আজহারী

মিজানুর রহমান আজহারী তার ইউটিউব চ্যানেলে বলেন ২১ থেকে ২৭ শে রমজান পর্যন্ত যে কোনও বেজোড় রাত লাইলাতুল কদরের রাত হয়ে যেতে পারে। তাই এই রাত গুলোকে অবহেলা না করে ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে বলেন। রসুলুল্লাহ (সাঃ) বলেছেন যে ব্যাক্তি কদরের রাত থেকে বঞ্চিত হলো সে যেন আসলেই বঞ্চিত হলো। রসুলুল্লাহ (সাঃ) আরও এরশাদ করেছেন “তোমরা কদরের রাত পেতে হলে তোমরা রমজানের শেষ দশ দিনের মধ্যে বেজোড় রাত গুলোতে তালাশ কর।”। কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।  ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ শে রমজানের রাত মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ ।

মিজানুর রহমান আজহারী  এই রাতে লম্বা সময় নিয়ে ধীরে নফল নামাজ আদায় করার কথা বলেন। “আল্লাহুম্মা ইন্নাকা আফু’উন তুহিব্বুল আফ’ওয়া ফাআফুহ্ আন্নি” অর্থ হে আল্লাহ্ ! তুমি বড় ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাস কাজেই তুমি আমাকে ক্ষমা কর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button