খেলা

শৈল্পিক সাঁতারে স্বর্ণপদক রুশদের

টোকিও অলিম্পিকের পঞ্চদশ দিনেও স্বর্ণ যোগ হয়েছে রাশিয়া অলিম্পিক কমিটির (রক) অর্জনের ঝুলিতে। শনিবার অ্যাকুয়াটিক্স সেন্টারে শৈল্পিক সাঁতারে সোনালি হাসি হেসেছেন রুশ ললনারা।
আর্টিস্টিক সুইমিংয়ের টিম ইভেন্টে ১৯৬.০৯ স্কোরে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন রকের প্রতিনিধিরা। চীনের দল রৌপ্যপদক পেয়েছে ১৯৩.৫২ স্কোর গড়ে। অপরদিকে শৈল্পিক সাঁতার থেকে দ্বিতীয় ব্রোঞ্জ পদকের দেখা পেয়েছে ইউক্রেন। এর আগে সপ্তাহের শুরুতে ডুয়েট ইভেন্টে তৃতীয় হয়েছিলেন দেশটির মার্টা ফিইডিনা এবং আনাস্তাসিয়া সাভচুক। আর্টিস্টিক সাঁতারের দ্বৈত এবং দলগত ইভেন্টে ফলটা একই রকম। দুটোতেই স্বর্ণ জিতেছে রাশিয়া এবং রৌপ্য ব্রোঞ্জ ছিল যথাক্রমে চীন ও ইউক্রেনের দখলে।
এদিন দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর রুশ অ্যাথলেট ভ্লাদা চিগিরিভা বলেন, ‘এটা সত্যিই কঠিন একটি বছর। বিগত দুই বছর অনেক কেঁদেছি, অনেক পরিশ্রম করেছি। এখানে আসতে পেরে আমরা সত্যিই খুব  খুশি। এখানে অলিম্পিক ভিলেজের অ্যাকুয়াটিক্স সেন্টারে প্রত্যেক দিন হাসছি আমরা। সব জাপানিজ জনগণকে বলতে চাই যে আমরা আপনাদের ভালোবাসি।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button