খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য ২১২

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে যেতে ২১২ রানের লক্ষ্যমাত্রা পেয়েছে বাংলাদেশের জুনিয়র টাইগাররা।

বৃহস্পতিবার পচেস্ট্রুমে দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

কিউইদের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত ছিলেন বেকহ্যাম হুইলার-গ্রিনাল। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে নিকোলাস লিডস্টোনের ব্যাট থেকে। আর দুই অংকের ঘরে যেতে পেরেছেন ফারগুস লেলম্যান (২৪), ওলি হোয়াইট (১৮), জোই ফিল্ড (১২) ও জেস টাস্কঅফ (১০)।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী ছিলেন হাসান মুরাদ। ১০ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে নেন ২ উইকেট। সেই সাথে শরিফুল ইসলাম ৩, শামিম হোসেন ২ ও রাকিবুল হাসান ১ উইকেট পান।

গত ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম সেমিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় ভারত। আজকের ম্যাচের জয়ী দল ৯ ফেব্রুয়ারি শিরোপার জন্য ভারতের মুখোমুখি হবে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button