খেলা

এক জায়গায় বোলিং করেই সফল নাঈম

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট শনিবার অসাধারণ বোলিং করেছেন তরুণ স্পিনার নাঈম হাসান। তার বিষাক্ত স্পিনে টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২২৮। ১৯ বছর বয়সী স্পিনার ৩৬ ওভার বোলিং করে মাত্র ৬৮ রানে শিকার করেন ৪ উইকেট।

তার অসাধারণ বোলিং সাফল্যর মুল কারণ এক জায়গাতে বোলিং। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তিনি। নিজের বোলিং নিয়ে এই স্পিনার বলেন, “আমার বোলিং নিয়ে কোন পরিকল্পনা ছিল না। একটাই পরিকল্পনা ছিল এক জায়গাতে বোলিং করা।”

জিম্বাবুয়ের বিপক্ষে এক দিনেই ৩৬ ওভার বোলিং করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঘরোয়া ক্রিকেটে আমি এভাবে বোলিং করে অভাস্ত। তাই এখানে বোলিং করতে কোন সমস্যা হয়নি। আমার একটাই লক্ষ্য ছিল এক জায়গাতে বোলিং করা।”

আগামীকাল রোববার টেস্টের দ্বিতীয় দিন জিম্বাবুয়েকে কত রানের মধ্যে থামাতে চান এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের পরিকল্পনা যতদ্রুত অলআউট করা যায়। আর মাত্র চারটি উইকেট আছে আমরা ভালো বোলিং করে দ্রতই অলআউট করতে চাই। এখন পর্যন্ত এই টেস্টে আমরা ভালো অবস্থানে আছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button