অর্থনীতি

পুঁজিবাজারে সব ধরনের সূচক পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ। আগের কার্যদিবস তুলনায় এদিন ডিএসইতে লেনদেন পরিমান বাড়লেও সিএসইতে কমেছে। এদিন উভয় স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইর লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬০০ কোটি ৫৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৭৯টির, কমেছে ১২৫টির এবং পরিবর্তন হয়নি ৫১টির দর।

এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬২১ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ২৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রম ১ হাজার ৫৫০ দশমিক ৯৭ পয়েন্টে ও ১ হাজার ৬৯ দশমিক ৯৩ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ভিএফএস থ্রেড, ইন্দো-বাংলা ফার্মা, গ্রামীনফোন, ওরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, সায়হাম কটন, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা।

দর বাড়ার শীর্ষ কোম্পানি হলো- সিভিও পিআরএল, সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভী, মোজাফ্ফর হোসেন স্পিনিং, অলিম্পিক এক্সেসরীজ, নর্দান জুট, ফু-ওয়াং ফুড, সমতা লেদার, ফরচুন সুজ, ফার কেমিক্যাল।

দর কমার শীর্ষ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ফ্যামিলি টেক্স, সায়হাম টেক্সটাইল, সামিট পাওয়ার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রহিম টেক্স, প্রাইম ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৮৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪৮ দশমিক ৯২ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১৪ দশমিক শূন্য ৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২১৭ দশমিক ৩২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭২ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসআই সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১২ হাজার ২৭৮ দশমিক ১৯ পয়েন্টে, ৮ হাজার ৫৮৩ দশমিক ৭৬ পয়েন্টে ও ৯২২ দশমিক ৬২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০০টির এবং ৩৪টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন হয়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button