শিক্ষাঙ্গন

শিক্ষকদের দশম গ্রেডের পক্ষে হাইকোর্ট

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় তাদের আবেদনের পক্ষে রায় দেয় আদালত।

মন্ত্রণালয় বলছে, এই রায়ের বিষয়ে আপিল করা হবে। এরপর আদালতের রায় অনুযায়ীই বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

মন্ত্রণালয় জানায়, প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার রায় আদালতের সর্বোচ্চ পর্যায় থেকে আসতে আরও সময় লাগবে। এর মধ্যে দুই বিধিমালা ভেঙে একটি বিধিমালা করার কাজ শেষ হয়ে যাবে। নতুন বিধিমালায় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নবম গ্রেড রাখা হচ্ছে। আর প্রধান শিক্ষকদের দশম গ্রেড, সহকারী প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড রাখা হচ্ছে।

উল্লেখ্য বেতন বৈষম্য নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বরের মধ্যে দাবি মানার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বর্জন করার হুমকিও দিয়েছেন শিক্ষকরা।

যদিও প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, শিক্ষকদের সমাপনী পরীক্ষা বর্জনের হুমকিকে আমরা হুমকি মনে করছি না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button