আন্তর্জাতিক

এবার গোটা পাকিস্তানে অবস্থান কর্মসূচি মাওলানা ফজলুরের

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের জন্য বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের বেধে দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে গতকাল রবিবার। কিন্তু ইমরান খান পদত্যাগ করেননি। ফলে রবিবার সন্ধ্যায় রুদ্ধদ্বার বৈঠকে বসেন উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। দাবি না মানলে গোটা পাকিস্তানে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।

এদিকে দাবি আদায়ে করণীয় ঠিক করতে সোমবার দুপুরে আলোচনায় বসে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টিসহ বিরোধী দলগুলো।

আল্টিমেটাম শেষ হলেও ইমরান পদত্যাগ না করায় ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে পাকিস্তানজুড়ে। পরিস্থিতি জটিল রুপ ধারণ করতে পারে এমন শঙ্কায় ইমরান খানের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মূলত নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে লাখ লাখ সমর্থক নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করে উলামায়ে ইসলাম। বৃহস্পতিবার রাত থেকে কয়েক লাখ কর্মী- সমর্থকসহ রাজধানীতেই অবস্থান করছেন মাওলানা ফজলুর রহমান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button