আন্তর্জাতিক

ঘরের মিলল ডাইনোসরের কঙ্কাল!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার বোদাই গ্রামের মাঠে বল খেলছিল একদল কিশোর। একসময় বলটি হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে একটি পরিত্যক্ত বাড়িতে গেলে একটি প্রাণীর কঙ্কালের সন্ধান পায় তারা। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে তিন ফুটের কঙ্কালটি। তার লেজ প্রায় দেড় ফুট। সরীসৃপের মতো। ওটা ঠিক কোন প্রাণীর কঙ্কাল, রবিবার তা নিয়ে জল্পনায় মশগুল ছিল গ্রাম।

গ্রামবাসীরা ধারণা করছেন ওটা ডাইনোসরের কঙ্কাল। তবে বিশেষজ্ঞদের মতে উত্তর ২৪ পরগনার বদ্বীপ অঞ্চলে মাটির এত উপরিভাগে ডাইনোসরের কঙ্কাল থাকতে পারে না। তা ছাড়া তিন ফুটের ডাইনোসরের কঙ্কাল এমন হয় না।

বাসিন্দাদের অনেকে বলছেন, কঙ্কাল দেখে মনে হয়নি, সেটি কয়েক কোটি বছরের পুরনো। ওই কঙ্কালের ছবি দেখে সরীসৃপ নিয়ে গবেষণারত অনেকেরই মনে হয়েছে, সেটি বড় গোসাপের হাড়গোড় হতে পারে। তবে কঙ্কাল উদ্ধার নিয়ে এ দিন বোদাই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সেটি দেখতে ভিড় জমে যায়। অনেকে ছবিও তোলেন।

জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, ‘কঙ্কালটি কোন প্রাণীর, সংশ্লিষ্ট দফতরই সেটা খতিয়ে দেখবে। তার ব্যবস্থা করা হয়েছে।’

স্থানীয় গ্রামবাসীর হুড়োহুড়ির মধ্যে কঙ্কালটির কিছুটা ভেঙেও গিয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ গিয়ে সেটিকে ঘিরে ফেলে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button