আন্তর্জাতিক

ভারত শাসিত কাশ্মীরে জমি আছে চীনের: বেইজিং

গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা প্রত্যহারের সিদ্ধান্ত নেয় দেশটির কেন্দ্রীয় সরকার। পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করার মাধ্যমে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজ বৃহস্পতিবার থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ভারতের এই সিদ্ধান্তের আপত্তি জানিয়েছে চীন। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার ভারতীয় সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আজ এক বিবৃতি প্রকাশ করে বেইজিং। চীনের দাবি, ভারতের পৃথকীকরণ করা এলাকার মধ্যে রয়েছে তাদের জমিও।

এর আগেও জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণে আপত্তি জানিয়েছিল চীন। লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সীমান্তবর্তী সার্বভৌমত্ব বিরোধী বলে আখ্যা দিয়েছিল চীন। এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতিও প্রকাশ করেছিল চীনের পররাষ্ট্র মন্ত্রী। এরপর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য কয়েকজন ভারতীয়র ভিসার আবেদন বাতিল করে দিয়েছিল ভারতে চীনের দূতাবাস।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button