চট্টগ্রাম বিভাগ

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। অবতরণের জন্য প্রথম চেষ্টায় চাকা বের না হওয়া উড়োজাহাজটিকে বেশ কয়েকবার আকাশে চক্কর দিতে হয়েছে। আজ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। উড়োজাহাজে থাকা ৪২ জন যাত্রীর কেউ হতাহত হয়নি। সবাই নিরাপদে রয়েছেন। বিমানবন্দর এরোড্রম অফিসার নজরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘সময়মতো চাকা বের না হওয়ায় উড়োজাহাজটি প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেনি। পরে বেশ কয়েকবার চেষ্টার পর চতুর্থ দফায় চাকা বের হওয়ার পর নিরাপদে অবতরণ করেছে।’

জানা গেছে, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। পাইলট একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ড গিয়ার রিলিজ করার চেষ্টা করেন। বারবার চেষ্টা করেও নোজ ল্যান্ড গিয়ার কাজ করছিল না। তখন পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জরুরি অবতরণের সময় মেইন গিয়ার রানওয়ে ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়। ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button