রাজশাহী বিভাগ

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন সোনাতলা পৌরসভার মেয়র

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন বগুড়া সোনাতলা পৌরসভার মেয়র বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নান্নু।

বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়ায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান।এ সময় জেলা প্রাশসক জিয়াউল হক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ নভেম্বর নির্বাচনে জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য জাহাঙ্গীর আলম নান্নু দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। পরের দিন ৩ নভেম্বর দুপুরে পৌরসভার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লিটনসহ ৪ জন ছুরিকাহত হন। এ ঘটনায় মেয়র নান্নুসহ ৩০ জনের নামে মামলা হয়।মামলার প্রধান অভিযুক্ত মেয়র নান্নু পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত করে ঢাকার বনানী থানার মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি ও সোনাতলা পুলিশ ৭ নভেম্বর রাতে তাকে আটক করে।

এদিকে বুধবার সকাল সাড়ে ১১টায় মেয়র নান্নুকে বগুড়া কারাগার থেকে পুলিশি প্রহরায় জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

শপথ নেওয়া শেষে মেয়রের স্ত্রী সাবিনা ফেরদৌসি বলেন, আমার স্বামী স্থানীয় মানুষদের অতি আপনজন। তার এই জনপ্রিয়তা অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সোনতলার মানুষ আমাদের পাশে আছে এটাই প্রাপ্তি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button