জাতীয়লিড নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে বিশেষ নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের জন্য শহীদ মিনার এলাকাসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সোমবার সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে।

তিনি আরও বলেন, শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিনির্বাপণসহ সব ধরনের ব্যবস্থা থাকবে। যাতে তাৎক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা যায়। শহীদ মিনার এলাকায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, খাবার পানি সরবরাহ ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button