জাতীয়রাজনীতিলিড নিউজ

রাষ্ট্রপতিকে পরিচয়পত্র দিলেন তিন দেশের রাষ্ট্রদূত

কণিকা ডেস্ক :

রাষ্ট্রপতিকে পরিচয়পত্র দিচ্ছের একজন রাষ্ট্রদূতবাংলাদেশে সদ্য নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতরা সোমবার (৪ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
তিন জন অনাবাসিক রাষ্ট্রদূত হলেন, বুলগেরিয়ার ইলেওনোরা ডিমিট্রোভা, ভেনিজুয়েলার করোমটো গডয় কালডিরন এবং চিলির জুয়ান রোলাল্ডো আংলো মনসাল্ভ।
রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তার প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতে বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান এই সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশে তাদের দায়িত্বপালনকালে আগামীদিনে ঢাকার সঙ্গে এই তিন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
রাষ্ট্রপতি বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে তাদের নিজ নিজ দেশ এবং বাংলাদেশের স্বার্থে সব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন বিশ্বমানের তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত দ্রব্য এবং সিরামিক উৎপাদন করে থাকে। দেশ তিনটি এসব পণ্য আমদানির সুযোগ নিতে পারে।
এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে এসে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাদের গার্ড অব অনার প্রদান করে। খবর বাসস।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button